৭১ এর যুদ্ধের সঠিক ইতিহাস
https://youtu.be/qeNYZBnSKAo?si=ABThMKwibrcEGbQy https://youtu.be/WYFy-oOmpZ0?si=xsfQLFFtuRbCzY0h https://youtu.be/zfs_kiB_FkA?si=9AC78joegKZLcGOA https://youtu.be/SArBBeK_75Q?si=L_RaW1i6wqZ4UiJc https://youtu.be/taZm-llbyg8?si=0NAAfGaZA_KjvEA8 কারা রাজাকার?? ১৯৭১ সালে যারা ভারতের গোলাম হবার আশংকায় দেশ (পাকিস্তান) বিভাগের বিপক্ষে ছিলেন তারা যদি রাজাকার হয়, তাহলে: (১) এই উপমহাদেশের প্রথম দুই রাজাকার হলেন শেরে বাংলা এ. কে. ফজলুল হক আর হাসান শহীদ সহরোওয়ার্দি, কারণ উনারা দু'জনই "টু নেশন থিওরি" অনুযায়ী ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত ভেংগে পাকিস্তান এবং ভারত দুই রাষ্ট্র গঠনের বিপক্ষে ছিলেন। ১৯৪০ সালে ফজলুল হক প্রস্তাবিত "লাহোর প্রস্তাব" অনুযায়ী ভারত বিভাগের পক্ষে ছিলেন উনারা। কিন্তু, ১৯৪৭ সালে যখন দুই রাষ্ট্র হয়েই গেল, তখন ফজলুল হক ততকালীন পূর্ব পাকিস্তান ভূখন্ডে এলেও সহরোওয়ার্দি ১৯৪৮ পর্যন্ত কোলকাতা থেকে পাকিস্তানে আসেন নি। যখন এলেন, তখনও এলেন ততকালীন পশ্চিম পাকিস্তানে। পাকিস্তান সরকার তাদেরকে রাজাকার বলেনি, যদিও ভাগোদাদোদের ফর্মুলায় উনারা রাজাকার। উল্লেখ্য, পরবর্তীতে দ...