রাসুল স. কি জীবিত?
হায়াতুন্নবী : বিভ্রান্তি নিরসন ___________________________ . ▪উপক্রমণিকা : _________________ . নবী মুহাম্মাদ (ছাঃ) বারযাখী জীবনে জীবিত রয়েছেন। এ দুনিয়ার সাথে তাঁর কোনো যোগাযোগ নেই। তিনি এ দুনিয়াতে আগমন করেন মর্মে আক্বীদা রাখা শিরক। কুরআন ও হাদীছের কোথাও তাঁকে হায়াতুন নবী (ইহকালে জীবিত নবী) হিসাবে উল্লেখ করা হয়নি। কিন্তু তিনি যে মারা গিয়েছেন এ সম্পর্কে অসংখ্য দলীল কুরআন ও হাদীছে বিদ্যমান। যেমন- দলীল-১ : কুরআনে এরশাদ হয়েছে- . (ক) إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ ‘নিশ্চয় আপনি মরণশীল এবং তারাও মরণশীল’ (যুমার, ৩০)। . (খ) আল্লাহ বলেছেন, كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ‘প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে’ (আলে ইমরান, ১৮৫; আম্বিয়া, ৩৫)। . (গ) قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ‘হে নবী! আপনি বলে দিন, আমার ছালাত, আমার হজ্জ, আমার জীবন, আমার মৃত্যু সবই আল্লাহর জন্য। যিনি বিশ্বজগতের প্রতিপালক’ (আন‘আম, ১৬২)। . দলীল-২ : আবুবকর (রাঃ) বলেছেন, فَإِنَّ مُحَمَّدًا قَدْ مَاتَ ‘নিশ্চয় মুহাম্মাদ মারা গিয়েছেন’।[1] . দলীল-৩ : আয়েশা (রাঃ) বল...