জামায়াতে ইসলামের বিরুদ্ধে আনীত সকল অভিযোগের জবাব
জামায়াতকে যারা মওদুদীবাদ বলেন তারা ভুল বলেন, কারন জামায়াত মওদুদীর তাকলীদ করেনা, প্রশ্ন করতে পারেন তবে জামায়াত কেনো মওদুদীর কিতাবাদী পড়ে, দেখুন জামায়াতে শুধু মওদুদী নয় সকল আলেমেরই কিতাবাদী তারা পড়েন, বাট কোনো একক আলেম/মানহাজ/মাসলাকের তাকলীদ করেনা, আধুনিক রাষ্ট্র ব্যাবস্থা দর্শনের বিপরীতে ইসলামী রাষ্ট্র দর্শনের যৌক্তিকতা উপলব্ধি করতেই মওদুদীর কিতাবাদী পড়ে, বাট ইসলামের আভ্যন্তরীন আকাইদী ও ফিকহী বিষয়ে তারা মওদুদীর তাকলীদ করেনা, তাদের লখ্য ও উদ্দেশ্য মওদুদী বা কোনো একক ব্যাক্তির আকীদা ফিকাহকে রাষ্ট্রিয়ভাবে কায়েম করা নয়, বরং জামায়াত যে উদ্যেশ্য নিয়ে কাজ করে সেটাকে এক কথায় বলা যায় রাম বাম সেকুলারদের চক্রান্ত থেকে মুসলিম জনগনের অধিকারগুলোকে সংরক্ষন করা, সত নেতৃত্ত তৈরী করা দুর্নীতিমুক্ত দেশ গড়া ও এককভাবে ক্ষমতায় যেতে পারলে আলেমগনের মাদ্ধমেই হানাফী মাজহাব দিয়ে দেশ পরিচালনা করা, তাই যারা জামায়াতের বিরোধীতা করেন তারা ভুলের মাঝে আছেন মওদুদীবাদ বলতে কিছুই নেই, পীর পুজারীগন পীর পুজা করে,দেওবনদীগন আকাবীর পুজা করে তাই তারা মনে করে জামায়াতও মনে হয় তাদের মতই নেতা পুজারী দল, জামায়াত মওদুদীর পুজাও কর...