পোস্টগুলি

মার্চ, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নাস্তানাবুদ নাস্তিকতা :

1. https://response-to-anti-islam.com/  2. https://bibijaan.com 3. www.shodalap.com 4. www.chintaporadh.com  5. www.islamicaudiobook.xyz 6. www.muslimmedia.info 7. https://quraneralo.net  8. www.assiratmission.com  9. https://sotto-mona.com/ ⬛ ফেসবুকে প্রয়োজনীয় ইসলামী আইডি, পেইজ, গ্রুপের লিস্ট : https://www.facebook.com/groups/963422407394224/ (অবশ্যই একবার দেখুন)    ⬛  সত্যকথন সিরিজ :  https://www.facebook.com/225643814538673/posts/1304308190005558/ (পর্ব ১-৪৭৫)    ⬛ অবশ্যপাঠ্য ১০০ ইসলামী বইয়ের লিস্ট—  https://www.facebook.com/groups/963422407394224/permalink/1209002422836220/  ⬛ ‘পাশ্চাত্যবাদ Occidentalism’ ফেসবুক গ্রুপ :  https://www.facebook.com/groups/720400918361221/ (ইসলামী ইন্টেলেকচুয়ালদের গ্রুপ; অ্যাড হতে পারেন)  ⬛ কিছু প্রয়োজনীয় ইসলামী ব্লগের লিংক, যুগোপযোগী সব ইসলামী আর্টিকেল পাবেন যেখানে—  www.muslimmedia.info  https://www.minbarbd.com  https://bibijaan.com  ⬛ কিছু ফিকহী পত্রিকা ...

পীর পন্থিদের গোমর ফাস

ছবি
পূর্ববর্তী সকল পীর-ওলীদের ফতোয়ামতেই বর্তমানযুগের সকল পীর কাফের ! ইলমে তাসাউফ/ইলমে মারেফাতের সকল তরীকার সকল ইমাম, পীর বুযুর্গ যেমন কাদরীয়া তরীকার হযরত আব্দুল কাদের জিলানী (র.), চিশ্তিয়া তরীকার হযরত মুঈনুদ্দীন চিশতী (র.), মুজাদ্দিদীয়া তরীকার হযরত মুজাদ্দিদ আলফে সানী (র.), নকশেবন্দিয়া তরীকার হযরত বাহাউদ্দীন নকশেবন্দী সহ সকলে এ ব্যাপারে একমত যে, শরীয়ত বিহীন মারেফাত কুফরী। যে শরীয়ত মানলনা মারেফতি করার চেষ্টা করল সে কাফের হয়ে গেল। আর শরীয়তের মূল আমল ই হল সমাজ ও রাষ্ট্রে শরীয়তের বিধ ি বিধান কায়েম করে বিশ্বমানবতাকে মুক্তি দেয়া। অতএব যারা ইসলামী রাজনীতি করার মাধ্যমে শরীয়তের এ সর্বচ্চো দায়িত্ব পালনের চেষ্টা করে যাচ্ছে যেমন জামায়াতে ইসলামী সহ সকল ইসলামী রাজনৈতিক দল তাদের বিরোধীতা করে বর্তমান যুগের সকল পীর কাফের হয়ে গেছে। আর পূর্ববর্তী পীর গণ এ ব্যাপরটি এভাবে বলার প্রয়োজন বোধ করেন নাই কারন তখন ইসলামী রাষ্ট্র বিরোধী যে মতবাদ রয়েছে যেমন সেকুলারিজম বা কমিউনিজম এ সকল মতবাদের উদ্ভব ঘটেনাই, কিছুদিন আগ পর্যন্তও মুসলিমদের তুর্কী খেলাফত কায়েম ছিল। তাই তাদেরকে এ ব্যাপারে বলার প্রয়োজন পড়েনি। যদিও যেসকল...