পোস্টগুলি

মার্চ, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সাহাবাগণ সত্যবাদী, সত্যের উপরে প্রতিষ্ঠিত এবং জান্নাতি তবে সত্যের মাপকাঠি নন। সত্যের মাপকাঠি একমাত্র রাসূলুল্লাহ (সা) :

সত্যের মাপকাঠি: জামায়াতে ইসলামী বনাম ওলামায়ে দেওবন্দীঃ ------------------------------------ জামায়াতে ইসলামী'র গঠনতন্ত্রে লিপিবদ্ধ আছে যে, "রাসূলুল্লাহ (সাঃ) ছাড়া অপর কোনো মানুষকে সত্যের মাপকাঠি মানবে না এবং রাসূলুল্লাহ (সাঃ) ছাড়া কাউকে যাচাই বাছাই এর ঊর্ধে মনে করবে না। কারো মানসিক গোলামীতে নিমজ্জিত হবেনা। আল্লাহর নির্ধারিত এক পূর্ণাঙ্গ মাপকাঠিতে প্রত্যেককে যাচাই করবে ও পরখ করে নিবে। এ মাপকাঠির বিচারে যে যে মর্যাদায় পড়বে, তাকে ঐ মর্যাদা দান করবে।" (জামায়াতের গঠনতন্ত্রঃ-ধারা: ৩ উপধারা: ৬) . পরিতাপের বিষয় হচ্ছে, রাসূলুল্লাহ (সাঃ) এর যোগ্য উত্তরসূরী, ইকামতে দ্বীনের স্বপ্নদ্রষ্টা ও বীর মুজাহিদ,  মুহতারাম উস্তাদ আল্লামা সাইয়্যেদ আবুল আলা মওদূদী (রাহঃ) এর এ কথাটি জামায়াতে ইসলামী'র গঠনতন্ত্রে প্রকাশ পেতেই একশ্রেণীর আলেম মূল্যবান এ কথাটির অন্তর্নিহিত তাৎপর্য উপলব্ধি করা এবং এর ব্যতিক্রম পন্থায় ইসলামের ক্ষতির দিকটি চিন্তা না করেই সম্পূর্ণ অন্যায় ভাবে হৈ চৈ শুরু করে দেন। তখন আল্লামা মওদূদী রাহঃ চিন্তা করলেন জাহেলদের কথার একটা জওয়াব দেয়া দরকার। মূলত জাহেলদের কে শিক্ষা দেয়া না, ন...