বাংলাদেশে সুন্নী কারা
বাংলাদেশের মুসলমানদের মাঝে কারা আহলে সুন্নত আর কারা আহলে সুন্নত না? . ফিকহে হানাফীর প্রসিদ্ধ কিতাব ‘আল বাহরুর রাইক’ (তাকমিলাহ)-এ ফিকহের প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য কিতাব ‘আলহাভী’ থেকে উদ্ধৃত করে বলা হয়েছে : “আহলে সুন্নত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত সে, যার মধ্যে দশটি বৈশিষ্ট্য থাকবে : ১. আল্লাহ তাআলা সম্পর্কে এমন কিছু না বলা যা তাঁর গুণাবলির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ২. স্বীকার করা যে, কুরআন আল্লাহর কালাম, তা মাখলুক বা তাঁর সৃষ্টি নয়। ৩. নেককার ও গুনাহগার উভয় শ্রেণির মানুষের পিছনেই জুমুআ ও দুই ঈদের নামায পড়াকে জায়েয মনে করা। ৪. তাকদীরের ভালো-মন্দ আল্লাহর পক্ষ থেকে হওয়ার বিশ্বাস রাখা। ৫. চামড়ার মোজার উপর মাসাহ করাকে জায়েয মনে করা। ৬. আমীরের বিরুদ্ধে তরবারি উত্তোলন করা থেকে বিরত থাকা। ৭. আবু বকর, উমর, উসমান ও আলী রা.-কে অন্য সকল সাহাবি থেকে শ্রেষ্ঠ বিশ্বাস করা। ৮. গুনাহের কারণে কোনো আহলে কিবলাকে কাফের আখ্যা না দেওয়া। ৯. আহলে কিবলার অন্তর্ভুক্ত কেউ মৃত্যুবরণ করলে তার জানাযার নামায আদায় করা। ১০. মুসলমানদের মধ্যকার ঐক্যকে রহমত ও ...