হযরত আমীরে মুয়াবিয়া (রা.)
হযরত মুয়াবিয়াকে তাকফীর করা যাবে কি? (দেখুন সম্পূর্ণ ছহীহ হাদীস ভিত্তিক উত্তর) •••••• হযরত আলী (র.) এর খিলাফতে রাশেদার বিরুদ্ধে বিদ্রোহ করে ইসলামে রাজতন্ত্রের প্রতিষ্ঠাকারী ছাহাবী হযরত মুয়াবিয়া সম্পর্কে মুসলিম সমাজে ছাহাবাদের আমল থেকেই বিরোধ ছিল। কেউ তাকে অন্যান্য মুসলমানের মত একজন মুসলিম ও আর কেউ কেউ তাকে মুনাফিক (নামধারী মুসলিম) বলে মনে করতো। যেসব ছাহাবী তার সমালোচনা করতেন, তাদের মধ্যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ছাহাবী হযরত আম্মার বিন ইয়াসির (র.) হযরত মুয়াবিয়াকে প্রকাশ্যে মুনাফিক বলতেন। বর্তমানে শিয়া মুসলমানদের সকলে হযরত মুয়াবিয়াকে মুনাফিক মনে করে। তবে সুন্নীরা উনার ব্যাপারে তিন ধরণের মনোভাব পোষণ করেন। একদল সুন্নী তাকে নাসেবী সর্দার ও মুনাফিক মনে করে। আরেকদল তাকে ক্ষমাযোগ্য ভুলকারী মনে করে। আর নাসেবীমনা সুন্নীরা তাকে প্রজ্ঞাবান ও মর্যাদাপূর্ণ ছাহাবী মনে করে। এ প্রবন্ধে আমরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ছাহাবী হযরত আম্মার বিন ইয়াসির (র.) কর্তৃক হযরত মুয়াবিয়াকে প্রকাশ্যে মুনাফিক বলে ঘোষণা দেবার তথ্যগুলো বিশ্লেষণ করবো। হাদীস ও তারীখের কিতাবের তথ্যমতে, হযরত মুয়াবিয়া ছিলেন তলীক (মক্কা বিজয়ের...