ইসা আ. এর মৃত্যু ও কাদিয়ানী আকীদা
*বেথলেহেম থেকে ব্রাহ্মণবাড়িয়া: ঈসার দ্বিতীয় মৃত্যু* ✝️ যীশু/ক্রাইস্ট/ঈসা এবং হোলি গ্রেইল নিয়ে থ্রিলার লিখেছেন ড্যান ব্রাউন। তার সেই বেস্টসেলার উপন্যাস (যেটা পরে ব্লকবাস্টার ফিল্মও হয়েছে) দ্য ভিঞ্চি কোডের পটভূমি ইউরোপে: ফ্রান্স, ভ্যাটিকান, ইউকে। ড্যান ব্রাউনের গল্পের মতোই আরেকটা জো-ড্রপিং গল্পের প্লট লুকিয়ে আছে আমাদের ভারতীয় উপমহাদেশেই। অবশ্য এই গল্পটার প্লট, সাবপ্লট এতো বেশি যে উপন্যাসটা ট্রিলোজি আকারেই লিখতে হবে। এই গল্পটারও মূল চরিত্র ঈসা। তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যারা কিছুটা হলেও পড়াশোনা করেছেন তারাই জানেন যে এই ঈসা হলেন একজন ফ্যাসিনেটিং ক্যারেক্টার। বিভিন্ন ধর্মের শাখা-প্রশাখায় ঈসা এবং মসীহ হিসাবে তার দ্বিতীয় আগমন নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নাই। ঈসা কি হিন্দুধর্মের বিভিন্ন প্রফেসিতে বর্ণিত কৃষ্ণের অবতার নাকি বৌদ্ধধর্মের বিভিন্ন প্রফেসিতে বর্ণিত মৈত্রেয় বুদ্ধ? এই নিয়ে আলাপ অনেক বছর ধরেই চলছে। আবার, ঈসা আসলে বুদ্ধিস্ট ছিলেন এবং বৌদ্ধধর্মে দীক্ষা নিতে ভারতবর্ষেও এসেছিলেন, এমন থিওরিও অনেক স্কলার দিয়েছেন। এইরকম একটা দাবী জওহরলাল নেহেরুর গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্টোরি...