কাফের কর্তৃক প্রচলিত আমল জায়েজ
কোন প্র্যাকটিসের সূচনা যদি বিধর্মীদের মাঝ থেকে হয়, তাহলে সেটা আমাদের মুসলিমদের জন্য করার কোন সুযোগ নেই। কারণ আমরা এটা করলে বিধর্মীদের অনুকরণ করা হবে, তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করা হবে। আর নবিজি বলেছেন, من تشبه بقوم فهو منهم "যে কোন জাতির সাদৃশ্য গ্রহণ করবে, সে ঐ জাতির অন্তর্ভূক্ত গণ্য হবে।" চলুন, এই দাবির অসারতা ও অসংলগ্নতা নির্ণয় করা যাক। বলা হচ্ছে, বিধর্মীদের মাঝ থেকে যা শুরু হয়, সেটা মুসলিমদের জন্য করা নিষিদ্ধ। এই দাবিদাররা যদি তাদের দাবিতে অটুট থাকতেন এবং দ্বিমুখিতার পরিচয় না দিতেন, তাহলে তারা আরবি ভাষায় কথা বলাও নিষিদ্ধ করতেন। কারণ আরবি ভাষা পৌত্তলিকদের কাছ থেকে এসেছে। আমাদের নবির পূর্বপুরুষ ছিলেন ইসমাইল আঃ। তিনি জুরহুম গোত্রের মুশরিক আরবদের কাছ থেকে আরবি ভাষা শিখেছিলেন এবং তার সন্তানরাও আরবিভাষী হয়। সুতরাং বিধর্মীদের মাঝ থেকে উৎপত্তি হবার কারণে যদি কোন বিষয় আমাদের জন্য নিষিদ্ধ হয়, তবে আজ থেকে আমাদের বাংলাতে কথা বলাও বন্ধ করে দিতে হবে। আমাদের এমন কথা শুনে এই দাবিদারদের অনেকেই বলে উঠবেন, আমরা তো বিধর্মীদের মাঝ থেকে শুরু হওয়া সবধরণের কাজ বোঝাই নি। কারণ যেই প্রযুক্তি ও যন্...