কে এই মাওলানা মওদুদী?
আমার নিরপেক্ষ অনুসন্ধান মতে, মাওলানা সাইয়েদ আবুল আ'লা মওদুদী (২৫ সেপ্টেম্বর ১৯০৩ – ২২ সেপ্টেম্বের ১৯৭) ছিলেন হিজরী চতুর্থদশ শতকের শ্রেষ্ঠতম ইসলামী মুজাদ্দিদ (সংস্কারক)। শ্রেষ্ঠতম হবার কারণ ছিল, তিনি ইসলামের প্রকৃত ধারক ও বাহক আহলে বায়েতে মোস্তফা (আ:) এর অধস্তন পুরুষ (শহীদে কারবালা সাইয়েদুনা হুসাইনের ৩৬ তম বংশধর) ছিলেন এবং ইসলামের সকল দিক নিয়ে যুক্তিপূর্ণ আলোচনা পেশ করেছেন। বর্তমানে মাওলানা শব্দটির অহরহ অপব্যবহার হলেও সাইয়েদ আবুল আ'লা মওদুদী ছিলেন সত্যিকার অর্থে মাওলানা। আরবী শব্দ মাওলানার অর্থ 'আমাদের (মুসলমানদের) অভিভাবক'। মুসলমানদের অভিভাবক হবার জন্য সাইয়েদুনা আলী (র.), সাইয়েদুনা হাসান (র.) ও সাইয়েদুনা হুসাইন (র.) এর মাঝে যেসব গুণের সমাবেশ ঘটেছিল, তা তাদের লিগ্যাসি বাহক সাইয়েদ আবুল আ'লা মওদূদী (রহ.) এর মাঝেও ঘটেছিল। তবে এজিদী চিন্তার মুসলমান ও তাদের ধর্মজীবিরা উনাকে শত্রু ভেবেছেন এবং তাদের দ্বারা প্রভাবিত হুজুররা না বুঝে উনার বিরুদ্ধে ইসলামের বিকৃত ব্যাখ্যা করার অভিযোগ এনেছেন। শেষোক্ত হুজুরদের মাঝে ভারতের মাওলানা হুসাইন আহমদ মাদানী (রহ.), শায়খুল হাদীস ...