শিয়াদের ব্যাপারে হালকা কিছু ফিচার দিলাম, আশাকরি কিছু প্রশ্নের উত্তর মেলবে
কেন শী’আরা আলী রা. এর ছেলেদের মধ্যে কেবল হুসাইন রা. এর এত গুনগান করে এবং তার প্রতি এত ভক্তি দেখায়? কখনও কি এ বিষয়ে নিজেকে প্রশ্ন করেছেন? কখনো কি বিস্ময়কর মনে হয়েছে বিষয়টি? এই তথ্য জানার পরে বিশ্বের অনেক মুসলিম হোঁচট খেয়েছে, বিশেষ করে আরব দেশের শিয়ারা। এই প্রশ্নের উত্তর জানার আগে আসুন, আলী রা. এর সন্তানদের সম্পর্কে কিছু তথ্য জেনে নি। আলী রা. এর মোট ছেলে ছিল ১১ জন । তাদের নাম নিম্নরূপ: ১) হাসান বিন আলী বিন আবু তালিব ২) হুসাইন বিন আলী বিন আবু তালিব ৩) মুহসিন বিন আলী বিন আবু তালিব ৪) আব্বাস বিন আলী বিন আবু তালিব ৫) হেলাল বিন আলী বিন আবু তালিব ৬) আব্দুল্লাহ বিন আলী বিন আবু তালিব ৭) জাফর বিন আলী বিন আবু তালিব ৮) উসমান বিন আলী বিন আবু তালিব ৯) উবায়দুল্লাহ বিন আলী বিন আবু তালিব ১০) আবু বকর বিন আলী বিন আবু তালিব ১১) উমর বিন আলী বিন আবু তালিব আপনি কি কখনও দেখেছেন, শিয়াদের পতাকায় ‘ইয়া হাসান’,‘ইয়া মুহসিন’ ‘ইয়া আব্বাস’…বা তাঁর অন্য কোন ছেলের নাম লেখা আছে? না কখনও নয়। আমরা দেখি নি। তাহলে প্রশ্ন হল, কী করণে শুধু ‘ইয়া হুসাইন’ লেখা হয়? কেন সাহায্য প্রার্থনা করা হয় কেবল হ...