আহমদ রেযা খা
✴️কাদিয়ানিদের পর উপমহাদেশে বৃটিশ আমলে দ্বিতীয় যে ভ্রান্ত মতবাদ প্রতিষ্ঠা হয় তা হল “ব্রেলভী বা রেজভী মতবাদ”। উপমহাদেশে কবর বা মাজার কেন্দ্রিক শির্ক বিস্তারে প্রধান ভুমিকা রাখেন এই ‘ব্রেলভী বা রেজভী’ মতবাদ। এরাই মিলাদ, কিয়াম, মাজারপূজা, কবরপূজা, ব্যক্তিপূজা, আল্লাহর সাথে শির্ক, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সমান মর্যাদা প্রদান করে (রসূল গায়েব জানেন, সকল কিছু করার ক্ষমতা রাখেন, সবকিছু দেখছেন)।
✴️পক্ষান্তরে রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক সেজে, তার সম্মানের মুখরোচক স্লোগান দিয়ে, সুন্নাতকে অবমাননা করে এবং বিদআত সৃষ্টির মাধ্যমে রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অস্বীকার করে। কাজেই এই দলের আকিদা, বিশ্বাস, আমল এবং তাদের কার্জ কালাপ সম্পর্কে জানা দরকার।
তারা চারটি উৎস থেকে তাদের আকিদা গ্রহন করছে।
_______________________________________
🔹ক. দক্ষিণ এশীয় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের নিকট থেকে।
যেমন: প্রাচ্য দর্শন ভিত্তিক আকিদা। মৃত্যুর পর মানুষে আত্মা পার্থিব জীবনের ভাল মন্দ পৌছানের ক্ষমতা রাখে।
🔹খ. খ্রিস্টানদের নিকট থেকে।
যেমন: হুলূল বিশ্বাসি, সাধনার এক পর্যায় আল্লাহ মানুষের দেহে হুলূল করে বা ‘মানুষের দেহে আল্লাহর অনুপ্রবেশ’ করে। খ্রিস্টানদের বিশ্বাস ঈসা আলাইহিস সালাম স্বয়ং ঈশ্বর। বড় দিনের আদতে ঈদে মিলাদুন নবী পালন করা, ক্যারলের মত গান করা।
🔹গ. সুফিদের নিকট থেকে।#চর্মোনাই
যেমন: ওয়াহদাতুল উজূদ বা সর্বেশ্বরবাদ যা হুলূল-এর পরবর্তী পরিণতি। আল্লাহর সত্তার মধ্যে বান্দার সত্তা বিলীন হয়ে যাওয়া। তাদের দৃষ্টিতে পৃথিবীতে অস্তিত্ববান সব কিছুই আল্লাহর অংশ। আল্লাহ পৃথক কোন সত্তার নাম নয় (নাঊযুবিল্লাহ)।
🔹ঘ. শিয়াদের নিকট থেকে।
যেমন: মাজার কেন্দ্রিক বিভিন্ন উৎসব ও ইবাদাত ও আহলে বাইয়াতকে নিয়ে বাড়াবাড়ি।
কাদিয়ানি ধর্মের প্রতিষ্ঠাতা যেমন মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি ঠিক তেমনি এই ‘ব্রেলভী বা রেজভী’ মতবাদটি প্রতিষ্ঠা করে শাহ আহমদ রেজা খাঁন নামের এক ভারতীয়। যেহেতু এই মতবাদের প্রতিষ্ঠাতা শাহ আহমদ রেজা খাঁন, সুতরাং তার রেজা নাম থেকে রেজভী শব্দটি উৎপত্তি হয়েছে। আবার তিনি যেহেতু ‘ব্রেলভী’ শহরে জন্ম গ্রহণ করেন, সুতরাং তার জম্মস্থানের নাম অনুসারে এই মতবাদটিকে ‘ব্রেলভী’ নামেও নামকরন করা হয়।
তার অনুসারিরা তাকে ‘আলা হযরত’ হিসাবে পরিচয় দেন। বেরেলভী মতবাদের অনুসারীদের কাছে এ দলের নাম ‘আহলে সুন্নাত ওয়াল জামা‘আত’ বা সুন্নী মুসলিম। নিজেদেরকে তারা সুন্নী ইসলামের অনুসারী প্রমাণ করার জন্য এ নাম ব্যবহার করে।
#চর্মোনাই_ব্রেলভীদের আকিদা বিশ্বাস
▪শির্কি বিশ্বাস সমূহ।
_____________________
❌০১। আল্লাহ তায়ালাকে সর্বত্র বিরাজমান মনে করা।
❌০২। আল্লাহ তায়ালাকে গুণশূণ্য মনে করা।
❌০৩। তাদের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহতায়ালার মতই অদৃশ্যর জ্ঞান রাখেন।
❌০৪। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহতায়ালার মতই সবকিছূ দেখেন।
❌০৫। একটা পর্যায় দুনিয়াতে বসেই আল্লাহকে দেখা সম্ভব বলে বিশ্বাস করে।
❌০৬। অহদাতুল অজুদে বা সর্বেশ্বরবাদে বিশ্বাসি, করে। {তাদের দৃষ্টিতে পৃথিবীতে অস্তিত্ববান সব কিছুই আল্লাহর অংশ। আল্লাহ পৃথক কোনো সত্তার নাম নয়।(নাঊযুবিল্লাহ)।
❌০৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি।
❌০৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতই কবরে জীবিত আছেন।
❌০৯। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহতায়ালার মত মানুষের ভাল মন্দ করার ক্ষমতা রাখেন।
❌১০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহতায়ালার সাথে তুলনা করে ও কোনো কোন ক্ষেত্রে আল্লাহর সমান জ্ঞান করে।
❌১১। গাউস, কুতুব, আবদাল, নকিব ইত্যাদিতে বিশ্বাসি। (এদের নিজেস্ব ক্ষমতা আছে বিশ্বাস করে)।
❌১২। বিপদে পীর বা অলি আওলিয়াদের আহবান করে এবং তাদের কবরের নিকট গিয়ে কোন কিছু চাওয়া, এবং তারা বিপদ হতে উদ্ধার করতে পারেন।
❌১৪। অলি আওলিয়ারা কবর থেকে ফরিয়াদ শুনতে পান।
❌১৫। কবরে সিজদাহ করে।
❌১৬। মিলাদ মাহফিল চলা কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে বিশ্বাস করা। (এ উপলক্ষে মিলাদ মাহফিলের মাঝে কিয়াম করে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কামনায় চেয়ারের ব্যবস্থা করে)।
❌১৭। মাধ্যম ছাড়া আল্লাহ পর্যন্ত পৌছানো যায় না বলে বিশ্বাস করে।
❌১৮। অলিদের কাশফকে তাদের নিজস্ব ক্ষমতা মনে করে।
❌১৯। অলি আওলিয়াদের কেরামত তাদের ইচ্ছাধীন মনে করে।
❌২০। তাবিজ কবজে বিশ্বাস করে।
▪বিদআতি বিশ্বাস সমূহ।
_______________________
♦️০১। মাজার জিয়ারত ওয়াজিব মনে করা।
♦️০২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপনের মতই জীবিত অবস্থায় দেখা যায়।
♦️০৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে পৃথিবী সৃষ্টি হত না।
♦️০৪। অলি আওলিয়াদের স্মৃতি বিজড়িত স্থান থেকে বরকত লাভ করা যায় বলে বিশ্বাস করা।
♦️০৬। পীর বা অলীদের কলবের তাওয়াজ্জু দানে বা নেক নজরে বিশ্বাসি।
♦️০৭। এলম সিনা থেকে সিনার মধ্যমে চলে আসছে বিশ্বাস করা।
♦️০৮। সংশোধনের জন্য পীর ধরা ওয়াজিব মনে করা।
♦️০৯। পীর ও অলি আওলিয়াদের ছাড়া ইসলাহ বা সংশোধন হয় না মনে করা।
♦️১০। বিভিন্ন দিবসে মৃত্যু ব্যক্তি ফিরে আসে এই বিশ্বাস রেখে ঐ দিনে হালুয়া রুটি রেখে দেওয়া।
▪বিদআতি আমলসমূহ।
________________________
০১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্পিত জ্ম্ম দিনকে সব ঈদের শ্রেষ্ঠ ঈদ (ঈদে মিলাদুন নবী) হিসবে পালন করা।
০২। ইবাদাত মনে করে কবরের নিকট মিলাদ পড়ে, ফাতিহা আদায় করে ও ওরস পালন করে।
০৩। কবর পাকা করে, কবরের উপর গম্বুজ নির্মান করে।
০৪। কবর চাদর চড়ায়, মোমবাতি
৩- রেযভী কারা তাদের আকীদা কি - https://www.amarblog.com/index.php?q=boiragi/posts/146261
৪- বইয়ের নাম- বেরলভী মতাদর্শের স্বরূপ সন্ধানে - http://www.mediafire.com/download/o3dk83pj8gipsct/%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0%E0%A6%B2%E0%A6%AD%E0%A7%80+%E0%A6%AE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0+%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%82%E0%A6%AA+%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87.pdf
৫- রেজভী নামা ও বিদআতী সমগ্র - https://www.facebook.com/photo.php?fbid=328827470620504&set=a.314817848688133&type=1&theater
৬- আহমদ রেজা খাঁ বেরেলবীর পরিচয় ও আকিদা বিশ্বাস - https://ahlehaqmedia.com/6012-2/
৭- আহমদ রেজা খাঁ বেরেলবীর কুফরী এবং ভুল ফাতওয়া [১ম পর্ব] - https://ahlehaqmedia.com/6010-2/
৮- আহমদ রেজা খাঁ বেরেলবীর কুফরী এবং ভুল ফাতওয়া [২য় পর্ব] - https://ahlehaqmedia.com/6011-2/
৯- আহমদ রেজার ফাতওয়ার জবাব রেজাখানীদের কলমে এবং বেরেলবীদের কাফের কাফের খেলা - https://ahlehaqmedia.com/6017-2/
১০-বেরেলবী বিদআতিদের শয়তানের প্রতি মোহাব্বতের চিত্র [১ম পর্ব]- https://ahlehaqmedia.com/6015-2/
১১- বেরেলবী বিদআতিদের শয়তানের প্রতি মোহাব্বতের চিত্র [২য় পর্ব] -https://ahlehaqmedia.com/6016-2/
১২- বেরেলবী বিদআতিদের শয়তানের প্রতি মোহাব্বতের চিত্র [শেষ পর্ব] -https://ahlehaqmedia.com/6014-2/
১৩- মুসলমানদের কাবা দেখেছেন, এবার দেখুন বেরলভিদের কাবা - https://www.facebook.com/video.php?v=720634541382763&set=vb.100003086714054&type=2&theater
আশআরীয়াহ ও মাতুরিদী আকীদার খন্ডন -
https://web.archive.org/web/20120101064739/http://www.asharis.com/creed
৪- বইয়ের নাম- বেরলভী মতাদর্শের স্বরূপ সন্ধানে - http://www.mediafire.com/download/o3dk83pj8gipsct/%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0%E0%A6%B2%E0%A6%AD%E0%A7%80+%E0%A6%AE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0+%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%82%E0%A6%AA+%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87.pdf
৫- রেজভী নামা ও বিদআতী সমগ্র - https://www.facebook.com/photo.php?fbid=328827470620504&set=a.314817848688133&type=1&theater
৬- আহমদ রেজা খাঁ বেরেলবীর পরিচয় ও আকিদা বিশ্বাস - https://ahlehaqmedia.com/6012-2/
৭- আহমদ রেজা খাঁ বেরেলবীর কুফরী এবং ভুল ফাতওয়া [১ম পর্ব] - https://ahlehaqmedia.com/6010-2/
৮- আহমদ রেজা খাঁ বেরেলবীর কুফরী এবং ভুল ফাতওয়া [২য় পর্ব] - https://ahlehaqmedia.com/6011-2/
৯- আহমদ রেজার ফাতওয়ার জবাব রেজাখানীদের কলমে এবং বেরেলবীদের কাফের কাফের খেলা - https://ahlehaqmedia.com/6017-2/
১০-বেরেলবী বিদআতিদের শয়তানের প্রতি মোহাব্বতের চিত্র [১ম পর্ব]- https://ahlehaqmedia.com/6015-2/
১১- বেরেলবী বিদআতিদের শয়তানের প্রতি মোহাব্বতের চিত্র [২য় পর্ব] -https://ahlehaqmedia.com/6016-2/
১২- বেরেলবী বিদআতিদের শয়তানের প্রতি মোহাব্বতের চিত্র [শেষ পর্ব] -https://ahlehaqmedia.com/6014-2/
১৩- মুসলমানদের কাবা দেখেছেন, এবার দেখুন বেরলভিদের কাবা - https://www.facebook.com/video.php?v=720634541382763&set=vb.100003086714054&type=2&theater
আশআরীয়াহ ও মাতুরিদী আকীদার খন্ডন -
https://web.archive.org/web/20120101064739/http://www.asharis.com/creed
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন