পোস্টগুলি

মে, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নুর বললেই কি নুরের তৈরী হয়ে যায়?

বি*স*মি*ল্লা*হি*র রা*হ*মা*নির রা*হিম। মুহাব্বতের সাথে নিরপেক্ষভাবে লেখাটা শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল। এক আল্লাহ কি নুরের তৈরী? (নাউযুবিল্লাহ! জানিনা) আল্লাহ তাআলা নূর একথা স্পষ্ট ভাষায় পবিত্র কুরআনে ঘোষিত হয়েছে। ইরশাদ হচ্ছে- উদাহরণ-১ اللَّهُ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ আল্লাহ নভোমন্ডল ও ভূমন্ডলের নূর তথা জ্যোতি। [সূরা নূর-৩৫] উদাহরণ-২ يَهْدِي اللَّهُ لِنُورِهِ مَنْ يَشَاءُ তিনি তার নুর দ্বারা যাকে ইচ্ছা হেদায়েত দান করেন, [সূরা নূর-৩৫] দুই ইসলাম কি নুরের তৈরী? یُرِیۡدُوۡنَ اَنۡ یُّطۡفِـُٔوۡا نُوۡرَ اللّٰہِ بِاَفۡوَاہِہِمۡ وَ یَاۡبَی اللّٰہُ اِلَّاۤ اَنۡ یُّتِمَّ نُوۡرَہٗ وَ لَوۡ کَرِہَ الۡکٰفِرُوۡنَ তারা আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায় তাদের মুখের (ফুঁক) দ্বারা, কিন্তু আল্লাহ তো তাঁর নূর পরিপূর্ণ করা ছাড়া অন্য কিছু চান না, যদিও কাফিররা অপছন্দ করে। আয়াতে নুর দ্বারা ইসলাম উদ্দেশ্...

রাসূলুল্লাহ (সা) কি ওহী ছাড়া কোন কথাই বলতেন না?

রাসূলুল্লাহ (সা) আমাদের মাঝে কুরআন হিসাবে, আল্লাহর বাণী বলে যা কিছু পেশ করেছেন সবগুলো ওহী এবং হাদীসও সাধারণত ওহী ভিত্তিক, ওহীয়ে গাইরে মাতলূ। কিন্তু 'তিনি যত কথা বলেছেন বা সিদ্ধান্ত নিয়েছেন তার সবগুলো ওহী, ওহী ব্যতীত তিনি নিজে থেকে কোন একটি কথা বা কোন একটি সিদ্ধান্তও নেন নি, তিনি সাহাবাগণ ও কাফের মুনাফিকদের সাথে যত কথা বলেছেন তা সবই ওহী ভিত্তিক, ওহী ছাড়া কোন কথা বলেনি'- এমন দাবি করা ভুল ছাড়া কিছুই নয়! দেখুনঃ . হযরত আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন যায়নব রাদিয়াল্লাহু আনহার কাছে একটু বেশি সময় অতিবাহিত করলেন এবং মধু পান করলেন। এতে আমার মনে ঈর্ষা মাথাচাড়া দিয়ে উঠল। এবং আমি হাফসা রাদিয়াল্লাহু ‘আনহার সাথে পরামর্শ করে স্থির করলাম যে, তিনি আমাদের মধ্যে যার কাছে আসবেন, সেই বলবেঃ আপনি "মাগাফার” পান করেছেন। (মাগাফীর এক প্রকার বিশেষ দুৰ্গন্ধযুক্ত আঠাকে বলা হয়।) সেমতে পরিকল্পনা অনুযায়ী কাজ হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ না, আমি তার মধু-পান করেছি। সেই বিবি বললেনঃ সম্ভবত কোন মৌমাছি মাগাক্ষীর বৃক্ষে বসে তার রস চুষেছিল। এ...