নুর বললেই কি নুরের তৈরী হয়ে যায়?
বি*স*মি*ল্লা*হি*র রা*হ*মা*নির রা*হিম। মুহাব্বতের সাথে নিরপেক্ষভাবে লেখাটা শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল। এক আল্লাহ কি নুরের তৈরী? (নাউযুবিল্লাহ! জানিনা) আল্লাহ তাআলা নূর একথা স্পষ্ট ভাষায় পবিত্র কুরআনে ঘোষিত হয়েছে। ইরশাদ হচ্ছে- উদাহরণ-১ اللَّهُ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ আল্লাহ নভোমন্ডল ও ভূমন্ডলের নূর তথা জ্যোতি। [সূরা নূর-৩৫] উদাহরণ-২ يَهْدِي اللَّهُ لِنُورِهِ مَنْ يَشَاءُ তিনি তার নুর দ্বারা যাকে ইচ্ছা হেদায়েত দান করেন, [সূরা নূর-৩৫] দুই ইসলাম কি নুরের তৈরী? یُرِیۡدُوۡنَ اَنۡ یُّطۡفِـُٔوۡا نُوۡرَ اللّٰہِ بِاَفۡوَاہِہِمۡ وَ یَاۡبَی اللّٰہُ اِلَّاۤ اَنۡ یُّتِمَّ نُوۡرَہٗ وَ لَوۡ کَرِہَ الۡکٰفِرُوۡنَ তারা আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায় তাদের মুখের (ফুঁক) দ্বারা, কিন্তু আল্লাহ তো তাঁর নূর পরিপূর্ণ করা ছাড়া অন্য কিছু চান না, যদিও কাফিররা অপছন্দ করে। আয়াতে নুর দ্বারা ইসলাম উদ্দেশ্...