সাড়ে তিন হাত বডিতে ইসলাম !
ছবির উৎস: t.ly/VTMPc ছবিতে শার্টপরা যুবক হলেন পবিত্র কা'বা শরীফের সম্মানিত ইমাম ও খতীব 'তরুণ শায়খ' ড. ইয়াসির আদ-দাওসারি। আজকে মসজিদ আল-হারামে তিনিই ঈদের নামায পড়িয়েছেন এবং খুতবা দিয়েছেন। তিনি একজন প্রখ্যাত ক্বারী। রেডিও-টিভিতে হামেশা তিলাওয়াত করেন। নানা ক্বিরাআত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন। ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন মুহাম্মদ বিন সৌদ বিশ্ববিদ্যালয় থেকে, তুলনামূলক আইনশাস্ত্রে। ১৯৮১ সালে রিয়াদে জন্মগ্রহণ করা ড. ইয়াসির আদ-দাওসারি অক্টোবর ২০১৯-এ মসজিদ আল-হারামের সর্বকনিষ্ঠ ইমাম ও পরে খতীব হিসেবে নিযুক্ত হন। তাঁর কুরআন তিলাওয়াতে এক ধরণের স্বকীয় মাধুর্য রয়েছে, ফলে দুনিয়ার অসংখ্য মুসলমান তাঁর সুর অনুকরণ করতে চেষ্টা করেন। কাবার মশহুর মুয়াজ্জিন হানাফি মাযহাবের কিছু উজ্জ্বল নক্ষত্র এদের দাড়ির অবস্থা দেখুন ১) শাইখুশ শাম মুসনাদুশ শাম ইমাম মুহাম্মদ সালেহ আল ফারফুর ২) সানিয়ে ইমামে আযম ইমাম আব্দুর রাজ্জাক হালাভি ৩) শাইখুল ইসলাম ইমামুল মুতাকাল্লিমিন ইমাম মুহাম্মদ আল কাওসারি ৪) হুজ্জাতুল ইসলাম উসমানি শাইখুল ইসলাম ইমাম মুস্তফা সাবরি এফেন্দি হানাফি নকশবন্দি ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন