সকল পীর ও দরবারের গোমরাহী আকীদা আমল ছারছীনা পীর সাহেবের কিছু পীরগিরীর আইনঃ "তা'লিমে মা'রফোত" বইয়রে কভার পেজে লিখা; মরহুম আমিরুশ শরয়িৎ,মোহিয়ে সুন্নাৎ, হাদিয়ে জামান, হযরত মাওলানা শাহ সুফী হাজী মোহাম্মদ আবুবকর ছিদ্দিকী হানাফী সাহবেরে অনুমোদনক্রমে বাকরেগঞ্জ জেলার ছারছীনী নিবাসী সুপ্রসদ্ধি আল্লামা কুতুবে রব্বানী মাহবুবে ছোবহানী হাদীয়ে জমান হযরত শাহ সুফী আলহাজ মাওলানা নেছারুদ্দিন সাহেব কতৃক প্রণীত। এই বহু বিশেষণে বিশেষিত একজন পীরের অনুমোদিত বহু বিশেষণে বিশেষিত একজন পীরের লেখা উক্ত তা'লীমে মা'রেফাত কেতাবের ৬৭ নং পৃষ্ঠায় লিখিত মুরীদানদের প্রতি আরোপিত ১২ নং আইনটি হচ্ছেঃ ১২) “পীরের কোনও কথাই অদুল (অমান্য) করিবে না; যদিও মুরীদের কথাই সত্য হয় তথাপি পীরের গলৎ কে নিজের সহীহ হইতে উত্তম মনে করিবে।” ৬৬ নং পৃষ্ঠার ১১ নং আইনঃ ১১) “পীরের আওলাদ-ফবজন্দকে পীরের জাত হিসাবে পীরের তুল্যই সম্মান করিতে হইবে। তাহাদের যোগ্যতা কামেলিয়াৎ বিচার করিবে না।ঃ ৬৪ পৃষ্ঠার ৬ নং আইনঃ ৬)“পীর যাহা আদেশ করেন বিলম্ব না করিয়া তখনই তাহা পালন করিবে; কাজ সম্পন্ন করিবার পূর্বে কোনও প্রকার প্রতিবাদ করিবে না।...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন