কওমিজননী’ থেকে ‘জান্নাতি মানুশ’: ফ্যাসিবাদের স্বর্গযাত্রা * ১. ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নিশ্চয়ই মনে আছে, আপনার যে প্রখর স্মরণশক্তি, যেদিন এই দেশে একদল লোক জ্বালাও-পোড়াও চালাচ্ছিল, বাস জ্বালাচ্ছিল, এবং আমার এক গর্ভবতী বোনকে আগুনে পোড়াচ্ছিল, ঘটনাচক্রে আমি তখন আপনার সামনেই ছিলাম। তখন আমি আপনাকে একটু বিমর্ষ দেখে বলেছিলাম: মাননীয় প্রধানমন্ত্রী ভয় পাবেন না; আল্লাহ আপনার সাথে আছেন (ঠিইইইইইক)। তখন আপনি আকার দিকে চোখ বড় বড় করে তাকাইলেন। আর বললেন, মওলানা, আমি আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাই না (ঠিইইইইইক)। এই যে আল্লাহর প্রতি বিশ্বাস...বলেছিলেন, কত মৃত্যু আমি দেখেছি চোখের সামনে, নিজের পরিবারের... আল্লাহ আমাকে বাঁচায়ে রাখছেন, নিশ্চয়ই আল্লাহ আমার দ্বারা কোন বড় কাজ নিবেন। ...মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দ্বারা আল্লাহ ইসলামের অনেক কাজ নিয়েছেন, দেশের অনেক কাজ নিয়েছেন। আপনি যুদ্ধাপরাধীদের বিচার করেছেন, এই দেশকে আপনি মহাকাশে নিয়ে গেছেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে, দেশকে এত উন্নত করেছেন যে, আমাদের এককালের শত্রুদেশের পাকিস্তানের জনগণও আবেদন জানায়, যে আমাদের বাঙলাদেশের মত উন্নত করে দাও। ...আপনি এম...